দৈনিক মাতৃকণ্ঠ একটি পত্রিকার নাম। পত্রিকাটি আজ তার পথচলার ২০ বছর অতিক্রম করে ২১বছরে পা রাখলো। শুভ জন্মদিন দৈনিক মাতৃকণ্ঠ।
জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকা যা একদিনের জন্যেও বন্ধ থাকেনি, সেটা নিঃসন্দেহে বলা যায় একটি দুরূহ কাজ। এই দুরূহ কাজটি সফলতার সাথে করে ঘটিয়ে যাচ্ছেন তিনি হলেন সকলের প্রিয় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন।
চাকুরীর কারণে বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করলেও খোন্দকার আব্দুল মতিন ভাইয়ের সাথে আমার পরিচয় ১৯৯২ সাল থেকে। ১৯৯২ সালে আমি যখন রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র তখন মতিন ভাই সাংবাদিক। তিনি স্থানীয় একটি পত্রিকা অফিসে বসতেন। আমার বৃহত্তর পাংশা উপজেলার কিছু সংবাদ প্রকাশের জন্য পত্রিকা অফিসে জমা দিতে যেতাম। যাহোক, তখনও বুঝতে পারিনি খোন্দকার আব্দুল মতিন এত বড় একজন সাহসী মানুষ। তাঁর মেধা, শ্রম, ধৈর্য্য আমাকে আবেগে আপ্লুত করেছে বারবার। তিনি সাপ্তাহিক সাপ্তাহিক সাহসী সময় ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকা দুটিও সম্পাদক ও প্রকাশক। আমি খোন্দকার আব্দুল মতিনকে এই কারণেই সাহসী মানুষ বলেছি যে, রাজবাড়ী একটি ছোট জেলা শহর এবং দারিদ্র পীড়িত এলাকা এ রকম একটি শহর ও এলাকা থেকে একটি দৈনিক পত্রিকা এবং দুইটি সাপ্তাহিক পত্রিকা নিরবিচ্ছিন্নভাবে প্রকাশ করাকে কী কম সাহসী মানুষ বলা যায়! হ্যাঁ, আমি খোন্দকার আব্দুল মতিন ও দৈনিক মাতৃকণ্ঠের একজন ভক্ত। প্রতিদিনই আমি মাতৃকণ্ঠ পড়ার জন্য উদগ্রীব থাকি। প্রতিদিন সকালে ওঠে গুগলে সার্চ দিয়ে পত্রিকাটির শিরোনাম দেখা এখন অভ্যাসে পরিণত হয়েছে। মাতৃকণ্ঠ পত্রিকার প্রতি আমার এতটা আগ্রহ হয়তো অনুধাবন করতে পেরেছিলেন প্রিয় মানুষ- প্রিয় সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। কিভাবে অনুধাবন করতে পেরেছিলেন তা আমার জানা নেই। তবে নিয়মিতভাবে মাতৃকণ্ঠের ই-পেপার বা পিডিএফ কপি পাওয়ায় পাঠক হিসেবে আমি গর্ববোধ করি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় মতিন ভাই। সত্যের সন্ধানে প্রতিদিন শ্লোগান দিয়ে শুরু করা দৈনিক মাতৃকণ্ঠ বুকভরা আত্মবিশ্বাস নিয়ে পাঠক নন্দিত হয়ে টিকে আছে অবলীলায়। দেশ পেরিয়ে বিশ্ব সংস্থা ‘জাতিসংঘে’ পৌঁছে গেছে দৈনিক মাতৃকণ্ঠ ও পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। নিঃসন্দেহে এটা গর্বের বিষয়। দৈনিক মাতৃকণ্ঠ এখন ফেসবুক, অনলাইন সংস্করণ ও ই-পেপারের মাধ্যমে দেশ পেরিয়ে প্রবাসেও পৌঁছে দেবার কারিগর খোন্দকার আব্দুল মতিন। অগনিত পাঠক বিনামূল্যে নিয়মিত পত্রিকাটি পড়তে পাচ্ছে। খোন্দকার আব্দুল মতিন ও দৈনিক মাতৃকণ্ঠ অবিচ্ছেদ্য দুটি নাম। খোন্দকার আব্দুল মতিন ও দৈনিক মাতৃকণ্ঠের আগামীর পথচলা আরও সুন্দর ও মসৃণ হোক এই প্রত্যাশা করি সব সময়ই।
লেখক ঃ সরদার জাহাঙ্গীর আলম বাবলু, মুক্ত কলামিষ্ট ও কবি এবং বিভাগীয় হিসাব রক্ষক, শেরে বাংলা নগর গণপূর্ত বিভাগ-১, ঢাকা।