বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে “বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী পুরুষের সমতা” শ্লোগানকে সামনে রেখে গত ২৮শে অক্টোবর বিকেলে শহরের পান্না চত্ত্বরে সংগঠনের কার্যালয়ে সকল শ্রেণী পেশার নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক ও বিভাগীয় সংগঠক এডঃ দেবাহুতি চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি, দৈনিক মাতৃকণ্ঠের নির্বাহী সম্পাদক হাফিজা খাতুন, মৎস্যজীবী আরতীর বিশ্বাস, নার্সিং ইন্সট্রাক্টর স্মৃতি রানী দে ও রুমা হাজারিকা, নার্সিং সুপারভাইজার বাসনা রানী নন্দী, হোমিওপ্যাথি চিকিৎসক শংকরী বিশ্বাস, উদ্যোক্তা শেহনাজ ইসলাম জুলিয়া, শিক্ষক রাবেয়া খাতুন লিপি, শম্পা প্রামাণিক, আনসার সদস্য আকলিমা, ফুল বিক্রেতা ইয়াসমিন ও হস্তশিল্পী তানিয়া বেগম বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা।
এ সময় মহিলা পরিষদের সম্পাদক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন।