পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ১৮ই মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে কাঁচা বাজার ও মুদী দোকানগুলো তদারকিসহ রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার পরামর্শ দেয়া হয়। রাজবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।