ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কালুখালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০১ ১৫:৪৮:১৯

দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১লা নভেম্বর সকালে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় কালুখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

 সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ মাসুম রানা, সেফদ্যা হাঙ্গেরীর নির্বাহী পরিচালক আবু হোসাইন, ওয়েড এর নির্বাহী পরিচালক খাইরুল হাসান মিন্টু, সফল উদ্যোক্তা হেলেনা খাতুন ও সফল মৎস্য খামারী মোঃ মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

 সভায় সফল উদ্যোক্তা মৎস্য খামারী মোঃ মহিউদ্দিন জানায়, আমি পড়ালেখা শেষ করে বেকার অবস্থায় ঘুরছিলাম পরে উপজেলা যুব উন্নয়নের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ হই। সেই থেকে আমার বাড়ির পাশের পুকুরে মাছ চাষ শুরু করি। এখন বছরে আমার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম হয়।  

 এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা শেষে উপজেলার ১২জন উদ্যোক্তাকে ৮ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ