ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে হেমন্তের সাহিত্য আড্ডা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০২ ১৫:৪৩:৩৬

রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে গতকাল ২রা নভেম্বর সন্ধ্যায় শহরের অনুপম সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘হেমন্তের সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

 মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির।

 এ সময় অনুষ্ঠানে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, সমকাল সুহৃদের সভাপতি কমল কুমার সরকার, কবি সজয় কুমার পাল, টইটই প্রকাশনীর সম্পাদক সাহেদ বিপ্লব, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও আঞ্জুমান আরা বেগম, কোষাধ্যক্ষ নাট্যকার অজয় দাস তালুকদার, সাহিত্য সম্পাদক কবি ইউসুফ বাশার আকাশ, সদস্য কবি তাহমিনা মুন্নী, হাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক গোলাম মর্তূজা সাগর, নাট্যকার ও অভিনেতা শ্রাবণ চক্রবর্তী ও অভিনেতা উজ্জল শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে বক্তারা আগামীতে ছয় ঋতুর উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে সাহিত্য আড্ডা আয়োজন করার মত প্রকাশ করেন। 

 উল্লেখ্য, আগামী ১৩ই নভেম্বর কালজয়ী ঔপন্যাসিক ‘বিষাদ সিন্ধু’ রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহ্বান করা হয়। আলোচনা সভা ও কবিতা পাঠ শেষে সাহিত্য আড্ডা কবিদের গানে গানে মুখরিত হয়ে উঠে।

 
পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ