না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আলোকিত মানুষ বরেণ্য ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা খোন্দকার আব্দুল মান্নান।
গতকাল ২রা নভেম্বর বিকেল ৩টা ৪০মিনিটে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী দেখে গেছেন। দীর্ঘ ৬০ বছর শিক্ষকতা শেষে ২০০১ সালে তিনি অবসরে যান।
খোন্দকার আব্দুল মান্নান ১৯৪৪ সালের ৩০শে ফেব্রুয়ারী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের স্বনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত গুণী ও স্বনামধন্য শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার সকল শিক্ষকবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।