ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে নদী থেকে ৪ লক্ষ মিটার জাল জব্দ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১১-০২ ১৫:৪৬:২০

 সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ২জন জেলেকে আটক করে ২হাজার টাকা জরিমানা ও ৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

 গতকাল ২রা নভেম্বর ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে পদ্মার নদীর অন্তর মোড়, দেবগ্রাম এবং কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 এছাড়াও কলাবাগান এলাকায় অস্থায়ীভাবে যে সমস্ত দোকান ঘর তৈরি করে অসাধু ব্যবসায়ীরা মাছ বিক্রি করতো সেগুলো আগুনো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, সেনাবাহিনী ও নৌপুলিশ অংশ নেয়।

 

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ