রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন মোহনপুর ঠাকুর রাস্তার মোড়ের পুলিশ বক্সের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫শে অক্টোবর বেলা ১২টার দিকে কালুখালী থানা পুলিশের একটি দল অস্ত্রটি উদ্ধার করে।
থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি এবং এস.আই মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কালুখালী থানায় একটি জিডি করা হয়েছে।