রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল ৪ঠা নভেম্বর কালেক্টরেটের সম্মেলন কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যরা। এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, এম মনিরুজ্জামান, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহীদুল ইসলাম হীরণ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।