জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে গতকাল ৪ঠা নভেম্বর জেলার বালিয়াকান্দি উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান ৩টি হলো- বালিয়াকান্দি বাসস্ট্যান্ডের আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার, রনবীর স্টোর ও আড়কান্দি বাজারের সরকার স্টোর।
এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে সরকার স্টোরকে ৩ হাজার টাকা, রনবীর স্টোরকে ২হাজার টাকা ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারকে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকি অভিযানে জনসাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৪ঠা নভেম্বর বালিয়াকান্দি উপজেলার তিন ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।