রাজবাড়ী জেলার জেলা পর্যায়ের সকল কর্মকর্তার সাথে জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মতবিনিময় সভা গতকাল ৪ঠা নভেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এসএমএ হান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর রশিদ, রাজবাড়ী জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, রাজবাড়ী বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, রাজবাড়ী ইসলামিক ফাউণ্ডেশনর উপপরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবীবুর রহমান,জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম(কারিগরী) মুহঃ শিফাজ উদ্দিন মল্লিক, রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা তাদের দপ্তরের বিভিন্ন কর্মকান্ড ও প্রতিবন্ধকতা তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলা প্রশাসন রাজবাড়ীর পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা নিয়ে আমার সামনের চলার পথটা সহজ হবে ও সুন্দর হবে। আমার এই জেলা প্রশাসন আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনারা যেকোনো সময় যে কোন প্রয়োজনে আমার কাছে আসবেন। আমি সবসময় আপনাদের ওয়েলকাম করবো।
তিনি আরও বলেন, আমরা সবাই একই উদ্দেশ্য এখনে এসেছি। আমরা সরকারের যে উদ্দেশ্য রয়েছে সেগুলো বাস্তবায়ন করবো। আমরা জনগণের কতটা কাছে রয়েছি, জনগণের ডিমান্ড কতটা পূরণ করতে পারছি সেটা দেখতে হবে। যারা সেবার সাথে যুক্ত রয়েছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো আপনারা সেবার মানটা ঠিক রাখবেন, সেবার গতিশীলতা ঠিক রাখবেন। মানুষের ডিমান্ড দিন দিন বাড়ছে, দিন যত যাচ্ছে মানুষের মাঝে আধুনিকতার ছোঁয়া লাগছে। তাই আমাদের টেকনোলজির দিকে এগিয়ে যেতে হবে। আমরা একটি টেকনোনলজিক্যাল প্লাটফর্ম রাজবাড়ী জেলায় তৈরি করবো। আমি আগে যে মন্ত্রণালয়ে কাজ করেছি সেখানে কোন হার্ড ফাইলে কাজ করি নাই। কোন ফাইল ছিলনা। সব অনলাইন ভিত্তিক ছিল, কম্পিউটার বেইসড ছিল। প্রথমদিকে আমিও মনে করেছিলাম এটা কিভাবে সম্ভব। একটা গুরুত্বপূর্ণ জিনিস কোন হার্ড ফাইল নেই। আমরা চাই রাজবাড়ীকে একটা টেকনোলজিকাল প্লাটফর্মে নিয়ে আসতে। এর প্রধান উদ্দেশ্য থাকবে জনসাধারণের যাতে দৌড়াদৌড়ি করতে না হয়।তারা যেন ঘরে বসে সেবাটা পায় এটা আমরা নিশ্চিত করতে চাই। এদেশের মানুষের চাওয়া খুব বেশি নয়। মানুষ আপনার কাছ থেকে আমার কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করে। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করে, আচরণ করে তাদের সেবা দিতে পারি।
তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে রাজবাড়ী জেলায় কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমাদের কারোর মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।