ঢাকা বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিও ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৫ ১৪:৪৫:৪৫

 রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে গতকাল ৫ই নভেম্বর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনজিওদের প্রতিনিধিত্বকারী সংগঠন এনজিও ফেডারেশন।

 সৌজন্য সাক্ষাতকালে নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানায় সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক ও আশার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আলীম মিয়া, সহ-সভাপতি ও ভিপিকেএ এর সহকারী নির্বাহী পরিচালক শাহিদা খাতুন, কোষাধ্যক্ষ ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোঃ শাহ এনায়েতুল হক, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঝন্টু মালাকার, রেহেনা আক্তার ও জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 এনজিও প্রতিনিধিগণ নবাগত জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য চলমান কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করতে পারবে বলে আশা ব্যক্ত করেন।

 
রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ
রাজবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষক লীগের নেতা ও দৈনিক জনতার আদালত সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঢাকায় গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ