ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশা থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-০৫ ১৪:৪৯:৩৫

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ৫ই নভেম্বর সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাটুরিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই ১টি গরুসহ ইমন শেখ(২১) ও  মোহাম্মদ রায়হান(২১) নামের চোর চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে।

 ধৃত ইমন শেখ কুষ্টিয়া জেলার খোকসা থানার মানিকহাট গ্রামের আনছার শেখের পুত্র এবং মোহাম্মদ রায়হান একই থানার শিমুলিয়া গ্রামের মোঃ বাকী বিল্লাহ’র পুত্র।
 জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই জোবাইন ফেরদৌসসহ সঙ্গীয় পুলিশ শৈলকুপা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাই গরুসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে। উদ্ধারকৃত গরুর মূল্য প্রায় ৬০ হাজার টাকা। একই সাথে পুলিশ চুরি কাজে ব্যবহৃত ১টি ভ্যান উদ্ধার করে। গরুর মালিক পাংশা থানার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের আকবর আলী প্রামানিক।
 গত ৪ঠা অক্টোবর সকালে বসত বাড়ির উত্তর পাশে মমিন খার পতিত জমিতে ৩টি গরু কাঁচা ঘাস খাওয়ানোর জন্য বেধে রাখে মালিক আকবর আলী প্রামানিক। ওই দিন ৩টি গরুর মধ্যে চোরেরা ১টি লাল রঙের ষাড় বাছুর চুরি করে নিয়ে যায়। গরুর মালিক ওইদিন সকাল ১০টার দিকে গরুগুলো নিজ বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে উক্ত পতিত জমিতে গেলে গরু চুরির বিষয়টি জানতে পারেন।
 এ ব্যাপারে গরুর মালিক আকবর আলী প্রামানিক বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশী তৎপরতায় চোরাই গরু উদ্ধার হয়।
 পুলিশ কর্তৃক উদ্ধারকৃত গরুটি গতকাল ৫ই অক্টোবর বিকালে গরুর মালিক নিজ বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া ধৃত চোর চক্রের ২ সদস্যকে চুরি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ