ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ী থেকে চুরি হওয়া স্বর্ণ ধামরাই থেকে উদ্ধার॥গ্রেপ্তার-৩
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৫ ১৪:৫৪:২১

 রাজবাড়ী থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 

 গতকাল ৫ই নভেম্বর দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান।

 গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ২৮ কলোনী এলাকার হৃদয় হোসেনের স্ত্রী মরিয়ম(২৫), কুলসুম আক্তার উর্মি(২৫) ও নিখিল চন্দ্র সূত্রধর(৪৬)।

 জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের মামুনুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হৃদয় হোসেন ও তার স্ত্রী মরিয়মের নাম উল্লেখ করে একটি চুরির অভিযোগ করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ই অক্টোবর পেনাল কোডের ১৮৬০ এর ৩৮১ ধারায় মামলাটি থানায় রেকর্ড হয়। এরপর গত ৪ঠা নভেম্বর বিকেল ৩টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর মসজিদ পাড়া গ্রামের মজিবুর রহমানে ছেলে মোঃ সাইদুর রহমানের ভাড়াবাসা থেকে মরিয়মকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদকালে মরিয়ম সোনার রুলি ও টাকা চুরির কথা স্বীকার করে জানায়, সে এবং তার স্বামী হৃদয় হোসেন একসাথে টাকা ও সোনার রুলি চুরি করে। এরপর সোনার রুলি দুইটি সে ও তার স্বামী হৃদয় হোসেন ও তার সতীন কুলসুম আক্তার উর্মির যোগসাজসে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারে নিউ মায়া জুয়েলার্সের মালিক ২নং আসামী নিখিল চন্দ্র সূত্রধরের কাছে বিক্রি করে। 

 নিউ মায়া জুয়েলার্স মালিক নিখিল চন্দ্র সূত্রধর সোনার রুলি ক্রয়ের সময় রুলি গলিয়ে গলিত স্বর্ণ ওজন করে তাদেরকে দাম বাবদ ১ লাখ ২৪ হাজার টাকা পরিশোধ করে। মরিয়ম বেগমের দেয়া তথ্য মতে সদর থানা পুলিশের আভিযানিক দল গত ৪ঠা নভেম্বর বিকেল ৫টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের আলহাজ্ব সুপার মার্কেটের নিউ মায়া জুয়েলার্স থেকে তদন্তে প্রাপ্ত আসামী নিখিল চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ২১ ক্যারেটের এক টুকরা গলিত স্বর্ণ যার ওজন ১০ আনা ও ১৮ ক্যারেটের দুই টুকরো গলিত স্বর্ণ যার ওজন ৮ আনা উদ্ধার করা হয়। 

 রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 
রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ