এক মাসের বেশি সময় ধরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে র্যাভিস ভ্যাকসিন(জলাতঙ্কের টিকা) সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের বাধ্য হয়ে বাইরে থেকে উচ্চমূল্যে এ ভ্যাকসিন কিনতে হচ্ছে।
শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই ভ্যাকসিন সরবরাহ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।
জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ কুকুর, শিয়াল, বিড়ালসহ বিভিন্ন বন্য প্রাণির কামড়ে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত এসব রোগীরা সরকারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করলেও এক মাসেরও বেশি সময় ধরে র্যাভিস ভ্যাকসিনের সরবরাহ নেই। এতে করে আক্রান্ত রোগীদের বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে। যা অনেকের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না।
গতকাল ৬ই নভেম্বর রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে রোগীরা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে আসছেন। কিন্তু হাসপাতালে ভ্যাকসিন না থাকায় অনেকে ফিরে যাচ্ছেন। আবার অনেকে বাইরে ঔষুধের দোকান থেকে কিনে নিয়ে আসছেন। রাজবাড়ী সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার জন্য দ্বিতীয় তলায় ২০৩ নম্বর কক্ষে নির্ধারণ করা হয়েছে। ওই কক্ষের দরজার বেশ কয়েকটি স্থানে লেখা রয়েছে গত ১৩ই অক্টোবর থেকে বিড়াল, কুকুড়ের ভেকসিন সাপ্লাই নেই।
টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা নার্স রওশন আরা জানান, প্রতিদিন গড়ে শতাধিক রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নিতে আসে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়া হয়। গত মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে সাপ্লাই না থাকায় সবাই বাইরে থেকে ক্রয় করে আমাদের এখানে ভ্যাকসিন নিতে আসেন। এরপর আমরা রোগীদের ভ্যাকসিন প্রদান করি। বাইরে এই ভ্যাকাসিন ৫০০ টাকা করে বিক্রি হয়। একটা ভ্যাকসিন গ্রুপ করে ৪ জন নিতে হয়।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকার বাসিন্দা আল-আমিন শেখ বলেন, গত পরশু দিন আমার বিড়ালে কামড় দিয়েছে। আমি সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসককে দেখালে তিনি ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন। পরে দ্বিতীয় তলায় ২০৩ নম্বর কক্ষ ভ্যাকসিন নিতে গেলে তারা বলেন ভ্যাকসিন সাপ্লাই নেই। বাইরে থেকে কিনে আনতে হবে। পরে ৪ জন গ্রুপ করে বাইরে থেকে ৫০০ টাকা দিয়ে ভ্যাকসিন ও ৪০ টাকা দিয়ে ৪টা সিরিঞ্জ কিনে এনে তাদেরকে দিলে তারা আমাকে ভ্যাকসিন দিয়ে দেন।
দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা মৌসুমি খাতুন বলেন, বিড়ালে কামড় দেওয়ার ভ্যাকসিন নিতে গত ৫/৬ দিন আগে সদর হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু সেখানে ভ্যাকসিন সাপ্লাই নেই। পরবর্তীতে তারা বলেন চার জন গ্রুপ করে বাইরে থেকে কিনে নিয়ে আসেন। পরে আমি ফিরে চলে আসি।
গত ৩রা নভেম্বর রাতে গোয়ালন্দ উপজেলার বাসিন্দা রতন কুমার রায়কে শিয়ালে কামড় দেয়। তিনি চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে গেলে চিকিৎসক তাকে ভ্যাকসিন নিতে বলেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ না থাকায় তাকে বাইরে থেকে কিনে ভ্যাকসিন নিতে হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের এখানে জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ রয়েছে। রোগী আসলে আমরা তাদের রাজবাড়ী সদর হাসপাতালে যেতে পরামর্শ দেই। যদি কোনো রোগীর আর্থিক অবস্থা ভালো থাকে তবে তাদের বাইরের ফার্মেসী থেকে টিকা কেনার পরামর্শ দেই। টিকা কিনে আনার পর আমাদের হাসপাতাল থেকে টিকা দিয়ে দেওয়া হয়।
মা ড্রাগ হাউসের ঔষুধ ব্যবসায়ী জিয়াউর করিম বলেন, হাসপাতালে টিকা না থাকায় বাইরে থেকে টিকা কিনে দিচ্ছেন রোগীরা। টিকা সাপ্লাইটা অনেক কম। মাঝে মাঝে কোম্পানী থেকে টিকা সাপ্লাই দিতে পারে না। এই টিকার ডিমান্ড প্রচুর। তবে আমরা এই টিকার দাম গায়ে যে মূল্য দেওয়া সেটাই নিচ্ছি।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, জলাতঙ্কের ভ্যাকসিন সাপ্লাই না থাকায় সাময়িকভাবে ভ্যাকসিন দেওয়া বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সরবরাহের জন্য।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গত মাসেও টিকা ছিল। ১৩ই অক্টোবর থেকে টিকা নেই। বাকি চারটি উপজেলাতেও টিকা নেই। টিকা না থাকায় উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই টিকা পাবো।