ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
গোয়ালন্দে কৃষকদের মাঝে স্প্রেয়ার মেশিন বিতরণ
  • হেলাল মাহমুদ
  • ২০২০-০৫-১৮ ১৯:০১:৫৪
গোয়ালন্দ উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে গতকাল ১৮ই মে দেবগ্রাম ইউনিয়নের ৫০ জন কৃষকের মধ্যে ৫০টি স্প্রেয়ার মেশিন ও ১টি করে কমপ্লিট রিপার ও অ্যাটাচমেন্ট রিপার মেশিন বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৮ই মে দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে দেবগ্রাম ইউনিয়নের ৫০ জন কৃষকের মধ্যে ৫০টি স্প্রেয়ার মেশিন ও ১টি করে কমপ্লিট রিপার ও অ্যাটাচমেন্ট রিপার মেশিন বিতরণ করা হয়। 
  এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তার ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর তহবিল থেকে স্প্রেয়ার মেশিনগুলো বিতরণ করা হয়। এছাড়া উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ২টি হস্তান্তর করা হয়। 

 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ