গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৮ই মে দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে দেবগ্রাম ইউনিয়নের ৫০ জন কৃষকের মধ্যে ৫০টি স্প্রেয়ার মেশিন ও ১টি করে কমপ্লিট রিপার ও অ্যাটাচমেন্ট রিপার মেশিন বিতরণ করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তার ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর তহবিল থেকে স্প্রেয়ার মেশিনগুলো বিতরণ করা হয়। এছাড়া উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র ২টি হস্তান্তর করা হয়।