ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজবাড়ীতে পথসভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৫ ১৪:০৫:৪৭

 জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৫ই ফেব্রুয়ারী রাজবাড়ী প্রেসক্লাবের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। 

 জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পথসভায় সংগঠনের জেলা সভাপতি রবিউল আলম মিনু, প্রচার সম্পাদক জামাল, সদস্য চুন্নু মোল্লা, আব্দুল হাকিম, জীবন ও আজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

 পথসভায় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ড. ইউনুসের অন্তবর্তী সরকারের নেতৃত্বে জাতীয় ও জনস্বার্থ বিরোধী কথিত সংস্কারের বিপরীতে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় সকল সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম বেগবান করতে হবে। সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী বাংলাদেশকে নিয়ে মার্জিনের নেতৃত্বে পাশ্চাতোষ সাম্রাজ্যবাদ এবং প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করা এবং সামরিক ঘাঁটি স্থাপনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতি, দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং আইএফএফ'র শর্ত পূরণে ভ্যাট-ট্যাক্স বাড়ানোসহ জাতীয় ও জনজীবনের সমস্যা সমাধানে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

 
 পাংশা উপজেলায় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ
গোয়ালন্দে আওয়ামী লীগের লিফলেট বিতরণের  প্রতিবাদে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
গোয়ালন্দে দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ