ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
গোয়ালন্দে দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-০৫ ১৪:০৬:১০

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুই দিনব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ৫ই ফেব্রুয়ারী বিকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। 

 এর আগে গত ৪ঠা ফেব্রুয়ারী সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ) জয়ন্ত কুমার দাস।

 উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, দক্ষিণ উজানচর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসাইন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 পাংশা উপজেলায় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ
গোয়ালন্দে আওয়ামী লীগের লিফলেট বিতরণের  প্রতিবাদে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
গোয়ালন্দে দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ