ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৯ ১৩:২৫:৩৯

 রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকাল ১০টায় সূর্য্যনগর রেলগেট সংলগ্ন মাদ্রাসা ভবনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে জেলা ইমাম কমিটির সেক্রেটারী মাওলানা মোফাজ্জাল হুসাইন আব্বাসী ও মিজানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেসুর রহমান মাছেম বক্তব্য রাখেন।
 এতে স্বাগত বক্তব্য রাখেন মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম।
 ইমামদের সাংগঠনিক কর্মসূচী সম্পর্কে বক্তব্য দেন মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাব্বীর সাদী।
 সাংগঠনিক সম্পাদক হাফেজ রুহুল আমীন সাইফুল্লাহ ও উপদেষ্টা হাফেজ আবদুস সালামের যৌথ সঞ্চালনায় এ সময় মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 বক্তারা এসময় সমাজে ইমামদের ভূমিকা সুসংহত করা ও তাদের আর্থিক সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে তাদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দেশ জাতি ও ইসলামের খাদেম ইমামগণের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ