ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে দাওয়াহ্ সার্কেলের আয়োজনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৯ ১৩:২৬:২৪

 রাজবাড়ীতে দাওয়াহ্ সার্কেলের আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান।
 দাওয়াহ্ সার্কেলের স্বেচ্ছাসেবক সাদমান সাকিব রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, জেলা ইমাম কমিটির সভাপতি ও ভাজনচালা কওমি মাদ্রাসার মুহতামিম মোঃ ইলিয়াস আলী মোল্লা বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দাওয়াহ্ সার্কেলের স্বেচ্ছাসেবক মিরাজুল ইসলাম তূর্য, খন্দকার সাফায়েত হোসেন, আব্দুল আলীম, মোঃ ইয়াহিয়া, মোল্লা মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রতন চৌধুরী।
আলোচনা সভা শেষে সীরাত পাঠ প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ