ঢাকা বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
রাজবাড়ীতে দৈনিক প্রথম আলো ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৯ ১৩:২৭:১৮

রাজবাড়ীতে দৈনিক প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গতকাল ৯ই নভেম্বর বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর দ্বিতীয় তলায় প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলার সেরা শিক্ষককে সম্মাননা প্রদান ও কেক কাটা হয়।
 বন্ধুসভার সদস্য নাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক।
 অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ ও শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক শাহানাজ পারভীন।
 অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রাজবাড়ী বন্ধুসভার জ্যেষ্ঠ সহ-সভাপতি চৌধুরী ইমরুল আহসান তুহিন। এ সময় বন্ধুসভার সদস্যসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
 আলোচনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে সঙ্গীত পরিবেশন। সঙ্গীত পরিবেশন করেন রাজবাড়ী বন্ধুসভার সদস্য শিল্পী আব্দুল জব্বার ও কানিজ ফাতিমা বেবি।
 অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার বলেন, সাংবাদিকদের সব সময় বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত। যা প্রথম আলো সব সময় করে আসছে। এ কারণে প্রথম আলো আজও সেরাটা ধরে রেখেছে।
 রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক বলেন, প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকে সঠিক সংবাদ পরিবেশন করে আসছে। সংবাদের পাশাপাশি সামাজিক কর্মকান্ড নিয়েও ব্যস্ত থাকে। এসব কারণে প্রথম আলো এখনো দেশ সেরা জাতীয় দৈনিক পত্রিকা।
 জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন বলেন, প্রথম আলো অনেক বাঁধা উপেক্ষা করে নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। মেধাবীদের বৃত্তি প্রদান, অসহায়দের পাশে দাঁড়ানো, দুর্যোগে ছুটে যাওয়ার মতো কাজটি তারা করছে। এ কারণে প্রথম আলোর কোন অনুষ্ঠানের কথা শুনলে দাওয়াত না দিলেও ছুটে আসি।
 আলোচনা শেষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ জেলার চার সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি ও কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান মিলনকে সম্মাননা প্রদান করা হয়। ৪জন শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।

 

সরকারী দপ্তরে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানী শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে--জেলা প্রশাসক
রাজবাড়ী শহরের বিনোদপুরে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ভানভীরকে কুপিয়ে হত্যা
বিষাদ-সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ
সর্বশেষ সংবাদ