রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় মরা পদ্মায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের করা গেছে। এতে করে আশপাশের ফসলি জমি, বসতবাড়ী ও কয়েকটি পোল্ট্রি ফার্ম ঝুঁকির মুখে পড়েছে।
গতকাল ১২ই নভেম্বর সরেজমিনে দেখা যায়, মরা পদ্মায় ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে বালু তুলে পূর্ব উজানচর, দক্ষিণ উজানচর নতুন পাড়া, বাহাদুরপুর কালুর মোড়সহ বিভিন্ন স্থানে মোটা পাইপের মাধ্যমে মাটি ফেলা হচ্ছে। এ সকল বালু বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন মাটি খেকো চক্র।
গোয়ালন্দ উপজেলার জামতলা থেকে দৌলতদিয়া ক্যানালঘাট পর্যন্ত মরা পদ্মায় কমপক্ষে ৪/৫ টি অবৈধ ড্রেজার বসিয়ে দিনে-দুপুরে মাটি কাটছে দু-চারজন মাটি খেকোরা। মাটি কাটার ফলে ওই এলাকার বসত বাড়ী, মুরগির ফার্ম ও ফসলি জমি ভাঙ্গনের মুখে পড়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দিনের পর দিন এভাবে মাটি কাটার ফলে আমাদের ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে। এভাবে মাটি কাটা চালু থাকলে আমাদের বসতবাড়ী নিশ্চিহ্ন হতে সময় লাগবে না। মাটি কাটতে নিষেধ করলেও তারা আমাদের ভয়-ভীতি দেখায়।
ফকির সাইফুজ্জামান সান্টু নামের এক ব্যক্তি জানান, তিনি ঢাকায় থাকেন। নদীর মাঝে তার জমিতে এলাহি নামের এক ব্যক্তি ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন। আমি নিষেধ করলে জানায় প্রশাসনের অনুমতি নিয়ে বালু তুলছেন।
আলাপকালে ড্রেজার মালিক মুঠোফোনে শহীদ ও জামাল দাবী করে বলেন, তারা জমির মালিকদের টাকা দিয়ে মাটি-বালি তুলছেন। তবে প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কোন নদী বা পুকুর থেকে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। কেউ বালু-মাটি তুললে সেটা বেআইনি। তিনি কাউকে বালু বা মাটি তুলতে কোনো অনুমতি দেননি। সপ্তাহখানেক আগে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে নতুন ব্রিজ এলাকায় একটি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়েছে। আবারো কেউ নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি তুললে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, উপজেলায় কোন অবৈধ ড্রেজিং মেশিন বসিয়ে কেউ বালু-মাটি তুলতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন জিরো টলারেন্সে থাকবে।