ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার॥এক রেস্টুরেন্টকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৪ ১৪:৫৪:১৪

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের খাদ্যদ্রব্য পরীক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও একই তেল বারবার ব্যবহারের দায়ে মা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
গতকাল ১৪ই নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হা রেস্টুরেন্টকে এ আর্থিক জরিমানা করেন। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ তৌহিদুল ইসলাম বারি, বালিয়াকান্দি থানার এস আই সুকদেবসহ ফোর্স উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, নিরাপদ খাদ্য অভিযানের অংশ হিসেবে শহরের দুইটি হোটেল ও স্থানীয় বাজার থেকে হলুদ, মরিচের গুঁড়ো, বেকারি থেকে পাউরুটি, কাচা বাজার থেকে পটল নিয়ে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় হলুদ, মরিচের গুড়া ও পাউরুটিতে ভেজাল কিছু পাওয়া যায়নি। তবে মা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারের খাবার তৈরির স্থান অপরিষ্কার ও একই তেল একাধিক বার ব্যবহারের করা হয়েছে। যার ফলে মা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উল্লেখ্য, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারটির মাধ্যমে প্রতি মাসে একদিন ঢাকা বিভাগের প্রতি জেলায় ভ্রমণ করে খাদ্য নমুনা পরীক্ষা করা হবে। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ