রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মী সমাবেশ গতকাল ১৫ই নভেম্বর বিকেলে শহরের সজ্জনকান্দা সারের গোডাউনের মাঠে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক সামসুল আলম রানার সভাপতিত্বে কর্মী সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এডঃ নেকবর হোসেন মনি, যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, এস এম কাওসার মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খাইরু, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি এস এম সেলিম, সাধারণ সম্পাদক সজল মন্ডল রুবেল, জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু, সাবেক ছাত্র নেতা মোর্শেদুল আলম মিলন, নাজমুল হাসান জন, জাকারিয়া টনি, শরিফুল ইসলাম টুলিপ, ইমারত হোসেন মিয়া, রকিব হাসান মিঠু, তারেক রহমান, জার্জিজ মন্ডল, সাজান ও কাজী শাহিন প্রমুখ বক্তব্য রাখেন ।
পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটারের সঞ্চালনায় এ সময়ে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।