ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১৫ ১৪:০০:৪২

 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি মাহিদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 গত ৪ঠা নভেম্বর পূর্ব লন্ডনে রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ সাথে উক্ত মতবিনিময় সভা হয় অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বক্তব্য রাখেন। 

 কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সালেহ লিটনের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সাইফুদ্দীন খালেদ, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি তৈমূছ আলী, কমিউনিটি নেতা দেলোয়ার হোসেন দিলু, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সহসভাপতি আবেদ রাজা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের কো কো অর্ডিনেটর কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি যুগ্ম-সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরীসহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, কে আর জসীম, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল বাসিত তপু, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজল হোসেন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন, জেলা যুবদলের সাবেক সভাপতি অদুদ আলম অদুদ ও যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির বক্তবে মাহিদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের অবৈধ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে। এতে স্বস্তি ফিরেছে বাংলাদেশের মানুষের মাঝে। বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনভাবে, মুক্তভাবে চলতে ফিরতে বলতে লিখতে পারবে। প্রবাসেও বইছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সেই আনন্দ। এই আনন্দ ভাগাভাগির জন্য নিজ পরিবার, আত্মীয়-স্বজনসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করব।

 তিনি আর বলেন, সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আজীবন সংগ্রাম করে যাব। তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের ওপর থেকে সকল মিথ্যা মামলা প্রতাহারের জোর দাবী জানান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আরটিভি’র জন্মদিন পালিত
 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
সর্বশেষ সংবাদ