ফরিদপুর স্টেডিয়ামে বসে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলা দেখলেন রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আসলাম মিয়ার নির্দেশে গতকাল ১৬ই নভেম্বর সকাল ১১টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ৪টি বাসযোগে দুই শতাধিক বিএনপির নেতাকর্মী ফরিদপুরে গিয়ে এ খেলা উপভোগ করেন।
এ সময় সেখানে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ হারুন, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিদুল ইসলাম মেহেদী, জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মিঠু, উদয়ন ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জল, বিএনপি নেতা মালেক সরদার, শ্রমিক দল নেতা, মিরাজুল ইসলাম, যুবনেতা রুবেল মাহমুদ, সুমন শেখসহ রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, কালুখালী, পাংশা ও গোয়ালন্দের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।