রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল ১৭ই নভেম্বর সকাল ১০টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আল কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার গোলাম আহম্মদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবীবুর রহমান, জেলা কারাগারের জেল সুপার মোঃ এনামুল কবির, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন সহ-সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধিরা তাদের কার্যসূচী উপস্থাপন করেন। সভায় পৌরসভা এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ, বিভিন্ন কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণ, নদী ভাঙন ঠেকাতে আপদকালীন কাজ, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা, কৃষির উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মুরগী ফার্ম বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে নতুন বাজার বাসস্ট্যান্ডে নামকরণ করা হয়েছে। এছাড়াও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদের অবসরজনিত বিদায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হকের বদলিজনিত বিদায়ে তাকেও ক্রেস্ট প্রদান করা হয়।
পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, এসডিজি সংক্রান্ত সভা ও অর্থনৈতিক শুমারী সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।