ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া ঘাট ফাঁকা॥চাপ নেই যানবাহনের
  • সোহেল মিয়া
  • ২০২০-১০-২৬ ১৪:১১:২২
রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট এখন ফাঁকা। ঘাট এলাকায় নেই কোন যানবাহনের চাপ -মাতৃকণ্ঠ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এখন ফাঁকা। ঘাট এলাকায় নেই কোন যানবাহনের চাপ। নদী পারের জন্য আসা সকল যানবাহনই সরাসরি ফেরীতে উঠে যাচ্ছে।

  কয়েকদিন আগে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৬দিন ফেরী চলাচল বন্ধ থাকার কারনে প্রভাব পড়ে এই গুরুত্বপূর্ণ ব্যস্ত নৌরুটে। গোয়ালন্দ মোড়ে নদী পারের জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই থেকে তিন ধরে অপেক্ষা করতে হয়েছে শত শত পণ্যবাহী ট্রাকগুলোকে।

  গতকাল ২৬শে অক্টোবর সরেজমিন গোয়ালন্দ মোড় ও দৌলতদিয়া ঘাটে দেখা যায় ভিন্ন চিত্র। যে সব সড়কে দিনের পর দিন নদী পারের জন্য অপেক্ষা করতে হয়েছে সেই সব সড়ক এখন ফাঁকা। যানবাহনগুলো সরাসরি ফেরীর টিকিট সংগ্রহ করে উঠে যাচ্ছে ফেরীতে।

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ্ রনি বলেন, বর্তমান ঘাটে যানবাহনের চাপ নেই। স্বাভাবিক সময়ে যে যানবাহনগুলো নদী পার হয় সেই যানবাহনগুলোই নদী পার হচ্ছে। তাছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৭টি ফেরী নিয়মিত চলাচল করায় ঘাটে কোন যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছেনা। দৌলতদিয়ার চারটি ঘাটই সচল রয়েছে।

 
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ