ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের বসন্তপুর ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান করোনায় আক্রান্ত
  • আশিকুর রহমান
  • ২০২০-১০-২৬ ১৪:১১:৫৮

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু করোনা ভাইরাসে(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
  মীর্জা বদিউজ্জামান বাবু জানান, গত ১৪ই অক্টোবর তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় যান। ওই রাতেই তার জ্বর আসে এবং শরীর ব্যাথা ও কাশি হয়। পরদিন গত ১৫ই অক্টোবর তিনি গুলশান এলাকায় অবস্থিত ব্র্যাকের কোভিড-১৯ পরীক্ষার বুথে নমুনা দিয়ে বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামে নিজ বাড়িতে ফিওে আসেন। সেদিন থেকে তিনি নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৮ই অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে ফোন করে করোনা পজিটিভের বিষয়টি জানানো হয় এবং চিকিৎসা সেবা দেওয়া হয়।  
  ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের টেলিমেডিসিন সেবার মাধ্যমে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তার শরীরে হালকা ব্যাথা রয়েছে। আগামী ২৯শে অক্টোবর তিনি পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ