ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
পাংশায় মা ও শিশু সহায়তা কর্মসূচির রিসোর্সপুলের ৪দিনের প্রশিক্ষণ সমাপ্ত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-২২ ০৩:৪৭:৫৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২১শে নভেম্বর উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ বিষয়ে উপজেলা রিসোর্সপুলের ৪দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। 

 মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(এ্যানেস্থেসিয়া) ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কুতুব আহমেদ, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান বিষয়ভিত্তিক আলোচনা করেন।

 এর আগে গত ১৮ই নভেম্বর পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের ৪০জনের একটি ব্যাচ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে জনসচেতনমূলক কর্মসূচী অনুষ্ঠিত
রাজবাড়ী সদরের বানীবহে প্রবাসী আইয়ুবের উদ্যোগে শীতের শুরুতে ১২শত কম্বল বিতরণ
পাংশায় মা ও শিশু সহায়তা কর্মসূচির রিসোর্সপুলের ৪দিনের প্রশিক্ষণ সমাপ্ত
সর্বশেষ সংবাদ