রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স টিম সদর উপজেলা ও পাংশা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।
গতকাল ২১শে নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে,‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে পাংশা উপজেলার পৌরবাজার ও কলেজ সড়ক এলাকা এবং সদর উপজেলার উড়াকান্দা বাজার, গোদার বাজার ও ভাজনচালা এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় পাংশা উপজেলার পৌর কাঁচা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আধীন ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও সদর উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানের মাধ্যমে উড়াকান্দা বাজারের মেসার্স আহসান মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩ হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে দেওয়ান স্টোরকে ২ হাজার টাকা ও গোদার বাজারের বাজারদর স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি চলমান থাকবে।
অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন ও পুলিশের উপ-পরিদর্শক(এএসআই) মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।