ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গাপূজা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-২৬ ১৪:১৪:৩১
কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা মধ্যপাড়া পূজা মন্ডপের প্রতিমা গতকাল সোমবার বিকালে খাগজানা চন্দনা নদীতে বিসর্জন দেয়া হয় -মনির হোসেন।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল ২৬শে অক্টোবর শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনব্যাপী দুর্গাপূজা।

  গতকাল সোমবার বিকাল থেকে রাজবাড়ী জেলার বিভিন্ন মন্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন শুরু হয়। এরআগে দুপুরে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। 

  গত ২২শে অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী এসেছেন দোলায়, যাচ্ছেন হাতিতে চড়ে। যদিও করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এ বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে শুধু ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

  বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরিষদ শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করায় সকল রাজনৈতিক দল, সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ