ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • প্রতিনিধি
  • ২০২৪-১১-২৫ ১৪:৩৫:২৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৪টি দলের অংশগ্রহণে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২৫শে নভেম্বর উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 খেলায় চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দল ১-০ গোলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন রিজভী শেখ।
নকআউট পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেয়া অপর দুই দল হলো দৌলতদিয়া মডেল হাইস্কুল ও গোয়ালন্দ প্রপার হাইস্কুল।
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ক্রীড়া দপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদ। 
 এতে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সহিদুল ইসলাম।
 এ সময় অতিথি হিসেবে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি  মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, ক্রীড়া শিক্ষক মোঃ মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ তৈয়বুর রহমান।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ