ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে লেপ তোশক তৈরী উপকরণের দাম বাড়ায় চিন্তিত বিক্রেতারা॥নেই ক্রেতা
  • হেলাল মাহমুদ
  • ২০২৪-১১-২৫ ১৪:৩৭:০২

 শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে লেপ-তোশক তৈরীর উপকরণের দাম বাড়ায় ক্রেতা শূন্য হয়ে পড়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার লেপ-তোশকের দোকানগুলোতে। এতে করে চিন্তিত হয়ে পড়েছে বিক্রেতারা। দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কারিগররা পার করলেও এখন সেটা আগের মতো নেই।

 বিক্রেতারা জানান-শীত আসলেই ক্রেতারা নতুন লেপ তৈরী ও পুরনো লেপ-তোশক মেরামতের জন্য আমাদের দোকানে নিয়ে আসেন। এছাড়াও আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী লেপ-তোশক তৈরি করে দোকানে মজুদ করে রাখতাম। কিন্তু লেপ তোশকের  উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে তেমন ক্রেতা দেখা যাচ্ছে না।

 গতকাল ২৫শে নভেম্বর গোয়ালন্দ বাজারের দোকানগুলোতে বিক্রেতাদের সাথে কথা বলে এমন তথ্য পাওযা গেছে।

 লেপ তোশকের বিক্রেতাদের মতে, মানুষ তীব্র শীতের আশঙ্কায় নতুন লেপ-তোশক তৈরি করতে ভিড় করে থাকেন লেপ তোশকের দোকানগুলোতে। এসব পণ্য বছরের অন্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়েও যায়। এর পাশাপাশি কম্বলের তুলনায় বাজারে লেপের দাম কম হওয়ায় চাহিদা একটু বেশি থাকে। তুলা পিটিয়ে রং-বেরঙের কাপড় দিয়ে তৈরি লেপ-তোশকের কাভারে মুড়িয়ে সুই-সুতার ফোঁড়ে তৈরি করেন কারিগরেরা। সেই সাথে তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোশক তৈরির খরচ। এ বছর জিনিসপত্রের দাম অনেকটা বেশি থাকায় স্বাভাবিকভাবেই লেপ-তোশক তৈরিতে খরচ এক হাজার ২শত টাকা থেকে শুরু করে ১ হাজার ৫শত টাকা পর্যন্ত। আর একটি লেপ-তোশক তৈরি করলে তাদের ৩শ থেকে ৪শ টাকা লাভ হয়।

 গোয়ালন্দ রেল স্টেশন বাজারে লেপ-তোশক কিনতে আসা জবেদা বেগম বলেন, গত বছরের চেয়ে এবার লেপ-তোশকের দাম একটু বেশি। গত এক সপ্তাহ থেকে শীত অনুভূত হওয়ায় লেপ কিনতে এসেছি। তবে এবারে লেপের জন্য তুলার দাম গত বছরের চেয়ে ৫০ থেকে ৬০ টাকা বেশি হয়েছে।

 অপর ক্রেতা সাঈদ সেখ বলেন, এবার আগেভাগেই শীত পড়েছে। এর ওপর বাড়ীতে থাকা লেপ-তোশক নষ্ট হয়ে যাওয়ায় লেপ-তোশক ও বালিশ বানাতে এসেছি। কিন্তু দোকানে এসে দাম শুনে অবাক হলাম। শিমুল তুলা ও ফাইবার তুলার এত দাম থাকায় চিন্তায় পড়েছি। লেপ-তোশক বানানো সবার পক্ষে সম্ভব না। তুলার দামটা যদি কম হতো তাহলে সবারই সুবিধা হতো।

 বিক্রেতা জয়নাল সেখ জানান, সাদা তুলা, রঙিন তুলা, শিমুল তুলা ও কার্পাস তুলার দাম বেড়েছে। যে কারনে মানুষ লেপ তোশক বানাতে বাজারে কম আসছেন। এভাবে চলতে থাকলে এ ব্যবসা আমাদের বাদ দিতে হবে।

 অপর বিক্রেতা সোহেল রানা বলেন, বর্তমানে তুলার বাজার দরে ৫ থেকে ৬ হাত একটি তোশকের খরচ পড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫ থেকে ৬ হাত একটি লেপের খরচ পড়ে ২ হাজার  থেকে ২ হাজার ৫০০ টাকা, মূলকথা লেপ তোশকের উপকরণের দাম বাড়ার কারনেই বাজারে এখন পর্যন্ত ক্রেতা কম দেখা যাচ্ছে।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ