রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামে গতকাল ২৫শে নভেম্বর দুপুরে ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবু মোল্লার কবর জিয়ারত করাসহ তার পরিবারের খোঁজ খবর নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, বানীবহ ইউনিয়ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা মিজি, বানীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও লাইফ কেয়ার হসপিটালের চেয়ারম্যান মোঃ আমিন উদ্দিন মোল্লা, রামকান্তপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সুবাহান মোল্লা, রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আবুল ফয়েজ, বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন খান, ছাত্রদল নেতা রাজিব মোল্লা, আলতাফ হোসেন, আজাদ রহমান, আব্দুল হাই সরদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।