জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভার শুরুতে শহীদের স্মরণে ১ মিনিট নীরাবতা পালন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
আন্দোলনে ঢাকা ও গোয়ালন্দে আহত ৮ জনের মধ্যে ৪জন আহত উপস্থিত ছিলেন। তারা হলেন- আনিসুর রহমান, আমির হামজা, রাহাত খান ও রাসেল মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট প্রদীপ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন সহ ছাত্র-ছাত্রী প্রতিনিধি প্রমুখ।
স্মরণ সভা শেষে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত শহীদদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহম্মাদ।