ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
কালুখালীতে দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৭ ১৪:৪১:০১

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে দুইদিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করা হয়েছে।

 গতকাল ২৭শে নভেম্বর সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। 

 উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মিলন হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, মানুষের মধ্যে বিজ্ঞান মনস্ক ছড়িয়ে দিতে ও স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

 স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজসহ সর্বমোট ১২টি স্টল মেলায় অংশগ্রহণ করে। 

 উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজসহ অন্যান্য অতিথিরা মেলায় অংশ নেওয়া স্টল গুলো পরিদর্শন করেন।

 

চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে  রাজবাড়ীতে আইনজীবীদের বিক্ষোভ-মানববন্ধন
পাংশায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা অনুষ্ঠিত
গোয়ালন্দে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
সর্বশেষ সংবাদ