ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
গোয়ালন্দে রাতের বেলায় ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা॥সর্বশান্ত ৬জন কৃষক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৮ ১৪:২৪:০৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পদ্মার পাড়ে চরাঞ্চলে গত ২৫শে নভেম্বর গভীর রাতে ৬জন কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

 জানা গেছে, স্থানীয় ছয় কৃষকের ৫৯৪ শতাংশ জমিতে লাগানো পেঁয়াজ, রসুন ও মিষ্টি কুমড়া গাছ রাতের আঁধারে কেটে ও বিষ প্রয়োগ করে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। ঋণ করে এসব ফসল করেছিলেন তারা। ফসলী ক্ষেতের পরিচর্যা করে পরিবারের ভরণপোষণ করার স্বপ্ন ছিল তাদের। এখন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।

 ভুক্তভোগী কৃষকরা হলো, স্থানীয় মুক্তার হোসেন, পরিমল ঘোষ, জয়নাল শেখ, ইমরান খান, সোহাগ গাজী ও হেলেম শেখ।

 গতকাল ২৮শে নভেম্বর বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উজানচর ইউনিয়নের চর মহিদাপুর লেবুর বাগান সংলগ্ন মাঠে উল্লেখিত কৃষকদের পেঁয়াজ ও রসুনের ক্ষেত সাদা ও মিষ্টি কুমড়ার গাছ গুলো উপড়ে ফেলা হয়েছে। কিছু কিছু জমির পেয়াজ ও রসুন পা দিয়ে পিষে দেওয়া হয়েছে এবং তবে অন্য কৃষকদের জমির ফসল ভালো আছে। 

 একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক পরিমল ঘোষ।

 স্থানীয় বাসিন্দা মাসুদ শেখ বলেন, ছয় কৃষকই দিন মজুর। তারা ফসল উৎপাদন করে সংসারের ব্যয় বহন করেন। গত ২৬ শে নভেম্বর সকালে তাদের চিৎকারে শুনে এসে দেখি তাদের ফসলি ক্ষেতের মিষ্টি কুমড়া গাছের গোঁড়া কাটা এবং পেঁয়াজ ও রসুনের ক্ষেত সাদা। ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে কিন্তু তাদের ফসলি ক্ষেত কেটে তাদের রোজগারের পথ বন্ধ করা, কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না।

 এ ঘটনায় ভুক্তভোগী ছয় কৃষক ও স্থানীয় একাধিক কৃষকদের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বাচ্চু মন্ডল এ নেক্কারজনক কাজ করেছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় অভিযোগও করেছে ভুক্তভোগীরা।

 ভুক্তভোগী কৃষক মুক্তার হোসেন বলেন, আমরা ছয়জনে এখানে ১৮ বিঘা জমিতে পেঁয়াজ, রসুন ও মিষ্টি কুমড়া আবাদ করেছিলাম। একই এলাকার বাচ্চু মন্ডল দীর্ঘদিন আমাকে জ্বালাতন করছে। গত ২৫শে নভেম্বর রাতের আধারে সে লোকজন এনে ফসল গুলো বিষ মেরে নষ্ট করে দেয় এবং মিষ্টি কুমড়া গাছ গুলো উপড়ে উঠিয়ে ফেলেছে। রসুন ও পেঁয়াজ বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে। অনেক পেঁয়াজ ও রসুন তারা নিয়ে গিয়েছে। আমি এর বিচার চাই। আমরা থানা পুলিশকে সাথে সাথে জানিয়েছি। দোষীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। এ ঘটনার পর থেকে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার আর উঠে দাঁড়ানোর মতো কোন পরিস্থিতি নাই। আমি ১০/১২ লাখ টাকা এখানে ব্যয় করেছি। আমার আশা ছিলো ২০-২২ লাখ টাকা বিক্রি করবো। আমি চাই এর বিচার হোক। আমি অসহায় লোক আমার কোন লোক নাই।

 ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের একজন জয়নাল শেখ বলেন, তিনি ঋণ নিয়ে আবাদ করেছেন। পেঁয়াজ নষ্ট করে ফেলায় এখন ঋণ কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে চিন্তায় আছেন।

 অভিযুক্ত বাচ্চু মন্ডল বলেন, এ ঘটনায় আমি জড়িত নই। আমাকে এখানে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কে বা কারা করেছে আমার জানা নাই। তবে ঘটনাটি আমি শুনেছি খুবই কষ্টজনক ব্যাপার।

 স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি খুবই দুঃখজনক বিষয়। আমি তাদের গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি।

 গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান জানান, আমি এ বিষয়ে অবগত নই। তবে ভুক্তভোগী ওই কৃষকরা কৃষি অফিসে যোগাযোগ করলে তাদের সরকারীভাবে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।

 গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফের পেঁয়াজ বীজ বিতরণ
 বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
সর্বশেষ সংবাদ