ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
গোয়ালন্দে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১১-২৮ ১৪:২৫:১৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে নভেম্বর দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। 

 এতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট প্রদীপ কুমার পাল, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সেমিনারে মুক্ত আলোচনায় ভোক্তার অধিকার নিশ্চিতকরণে উপস্থিত সুধীজনদের মতামত ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

 
রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফের পেঁয়াজ বীজ বিতরণ
 বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
সর্বশেষ সংবাদ