ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
বালিয়াকান্দিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-২৮ ১৪:৩১:৩৩

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা গতকাল ২৮শে নভেম্বর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 সভার শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
 এরপর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে স্মরণ সভায় নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তোহিদুল ইসলাম বারী, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, শহিদ সাগরের চাচা মোঃ আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল সালেহ, জেলা প্রতিনিধি হৃদয়, কাজী সাইফুল ও মিতা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভা শেষে বৈষম্য ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত এবং শহীদ সাগরের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 সভায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 সভায় নির্মাণাধীন বালিয়াকান্দি উপজেলা মডেল মসজিদের নাম শহীদ সাগরের নামে নাম করণের দাবী জানান সাগরের পরিবারসহ বৈষম্য ছাত্র-জনতা আন্দোলনের নেতৃবৃন্দ।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ