ঢাকা বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
জমির আইল নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে কৃষক নিহত॥৪জন আহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-২৩ ১৫:২২:২৭

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে গতকাল ২৩শে ডিসেম্বর সকালে জমির আইল নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে কৃষক হাবিব শেখ(৪২) নিহত ও ৪জন গুরুতর আহত হয়েছে। 
 নিহত কৃষক হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আহতরা হলো- একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ(৩৫) ও টোকন শেখ(৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ(৬০) ও রাকিব শেখ(২৭)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চাচাতো ভাই জামাল ও রাকিব আমাকে ও আমার ভাই টোকন শেখকে মারপিট করতে থাকে। এ সময় হাবিব এগিয়ে এসে মারপিট ঠেকাতে গেলে মারপিটের আঘাতে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
 বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত হয়েছে। এ সময় এক কৃষকের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জমির আইল নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে কৃষক নিহত॥৪জন আহত
পাংশা মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬জন আসামী গ্রেপ্তার
দৌলতদিয়ায় এসিআই সীডের পলিক্রস পেঁয়াজ বিক্রমের মাঠ দিবস অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ