রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এসিআই সীডের গ্রীষ্মকালীন পলিক্রস পেঁয়াজ বিক্রম সম্পর্কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩শে ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় চর দৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসিআই সীড কোম্পানি লিমিটেডের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ খাইরুল ইসলাম।
স্থানীয় কৃষক মোঃ ইউনুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানি গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন আহম্মেদ।
স্থানীয় পেঁয়াজ চাষী মোঃ জুয়েল, মোঃ আবু হানিফসহ অন্যান্য কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। মাঠ দিবস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিআই সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ ওমর ফরহাদ।
জানা যায়, পলিক্রস পেঁয়াজ বিক্রম জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজতলায় বপনের সঠিক সময়। এবং বীজ বপনের ৫-৬ সপ্তাহ পর বা ৪০-৪৫ দিন পর মূল জমিতে রোপণ করতে হয়। প্রতি হেক্টরে ৩৪-৩৮ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। বিক্রম পেঁয়াজে ফলন ভালো হওয়ায় কৃষকরা লাভবান হন বেশি।


