রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিতর্ক, কুইজ, স্কিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ২৩শে ডিসেম্বর দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী ও জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রতিযোগী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারুণ্যের সৃজনশীলতা ও মেধা বিকাশে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা তরুণ প্রজন্মকে জ্ঞানভিত্তিক, মননশীল ও সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে একটি উন্নত ও প্রগতিশীল সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
তারুণ্যের ইতিবাচক বিকাশ ও সৃজনশীল প্রতিভা অন্বেষণে রাজবাড়ী জেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


