ঢাকা বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
আহলাদীপুরে এক কৃষকের মসুরি ক্ষেতে বিষ স্প্রে করে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা
  • রফিকুল ইসলাম
  • ২০২৫-১২-২৩ ১৫:০৩:০৯

 রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর হাইওয়ে থানার অদূরে মসুরি ক্ষেতে ঘাস নিধন বিষ স্প্রে করে গত ২১শে ডিসেম্বর ভোরে মসুর ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধান করেছে দুর্বৃত্তরা। 
 এ ঘটনার বিচার চেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আহলাদীপুর গ্রামের মৃত আকবর আলী শেখের পুত্র কৃষক মোঃ হাবিবুর রহমান খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 
 কৃষক হাবিবুর রহমান জানান, খানখানাপুর দত্তপাড়া গ্রামের খোকন উক্ত বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মসুর ফসল নষ্ট করে। গতকাল মঙ্গলবার তিনি ঢাকা থেকে এসে ক্ষেতে গিয়ে তিনি মসুর ক্ষেতের ফসল শুকিয়ে মরে যাওয়ার দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েন। 
 হাবিবুর রহমান জানান, সারমানো পেট্রোলিয়াম লিঃ এর এমডি নুরুল ইসলাম ২০১৮ সালে ২৪শে ডিসেম্বর ২০১ শতাংশ ফসলি জমি ক্রয় করে। গত ২ বছর যাবত তিনি উক্ত জমি লীজ নিয়ে বিভিন্ন প্রকার ফসল আবাদ করছেন। চলতি বছর উক্ত জমিতে মসুর ডালের আবাদ করেন। আহলাদীপুর মৌজায় তার আরো জমিতে ফসল রয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গতকাল মঙ্গলবার দুপুরে মসুর ক্ষেত পরিদর্শন করে ক্ষয়ক্ষতি দেখেন। 

জমির আইল নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে কৃষক নিহত॥৪জন আহত
পাংশা মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬জন আসামী গ্রেপ্তার
দৌলতদিয়ায় এসিআই সীডের পলিক্রস পেঁয়াজ বিক্রমের মাঠ দিবস অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ