রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬জন আসামীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মাদক মামলার আসামী কুড়াপাড়া এলাকার মোঃ রহমত আলীর ছেলে মগরব আলী(৩০), সিআর ওয়ারেন্টভুক্ত আসামী দুরশুন্দিয়া গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে মোঃ নিজাম উদ্দিন, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী দক্ষিন খোদ্দবসা গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে উজ্জল মন্ডল(৪০), একই গ্রামের মৃত কালু ইসলামের ছেলে নুরুল ইসলাম(৫৭), নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(৩৬) ও পুলিশ আইনের ৩৪ ধারা আসামী ফরিদপুরের ধোপাকান্দি গ্রামের মৃত শংকর বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (৩৫)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মাদক মামলা, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত মোট ৬ জন আসামীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


