ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
কালুখালীতে সেনানিবাস করার চেষ্টা ব্যাহত করেছে স্থানীয় সংসদ সদস্য----অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-৩০ ১৪:০৬:৪৪

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের আগমন উপলক্ষে গতকাল ৩০শে নভেম্বর দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালী মহিলা কলেজ মাঠ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সমাবেশে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান বলেন, আমি এই জেলার মানুষ, এই এলাকার মানুষ, এই মানুষের সঙ্গে আমি মিলেমিশে একাকার হয়ে আছি দীর্ঘদিন ধরে। আমি আমার চাকরী করা অবস্থায় আমার নৈতিকতার জায়গা থেকে এলাকার স্বার্থে এবং প্রয়োজনে কিছু করতে চেয়েছিলাম। যেটার রূপ দেয়ার জন্য আমি শত চেষ্টা করেছি, অনেক শ্রম দিয়েছি। কষ্ট করেছি, বুদ্ধি খাটিয়াছি, মেহনত করেছি। শুধু এই এলাকার মানুষের সুখ শান্তির জন্য আমি রাষ্ট্রের কাছেও উপস্থাপন করেছিলাম এখানে কালুখালীতে সেনানিবাস করার। একটি সেনানিবাস হলে এলাকা আলোকিত হয়। মানুষ সচেতন হয়। একটি শহরে রূপান্তরিত হয়। দেশে ও দেশের বাহিরে পরিচিত লাভ করে। এলাকায় ব্যাপক উন্নতি হয়। আমি শুধু চেষ্টা করেছি, সেই চেষ্টা ব্যাহত করেছে এখনকার স্থানীয় সংসদ সদস্য। তিনি ব্যাপক প্রভাব খাটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে। আমি যেভাবে এটার জন্য কাজ করেছি ইচ্ছা ছিল সেনানিবাস হয়ে যাবে। আমি এই এলাকায় সাবেক মহামান্য রাষ্ট্রপতিকে এখানে নিয়ে এসেছি। রাষ্ট্রপতি আশাকে কেন্দ্র করে যথেষ্ট উন্নতি হয়েছে। মানুষ যেখানে পায়ে হেটে যেতে পারত না আমি সেই এলাকা দিয়ে সেনাবাহিনীর যুদ্ধ ট্যাংক নিয়েছি প্রায় ২০ কিলোমিটার রাস্তা করেছি, বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করেছি, একটা সময় মানুষ দিনেও যেতে ভয় পেতো। ওই চরে সন্ত্রাসীদের ভয় পেত। সেই এলাকায় সেনানিবাস করার স্বপ্ন দেখে আমি কাজ করেছি। কিন্তু আমাকে করতে দেয়া হয়নি। আমার বিরুদ্ধে বারবার এই এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের কাছে আমাকে নিয়ে মিথ্যাচার করেছে। আমাকে রাজাকারের সন্তান বানিয়েছে। অত্যন্ত কষ্টের ব্যাপার হল আমার পিতা ১৯৭০ সালে ইন্তেকাল করেছেন অথচ রাজবাড়ী-২ আসনের সাবেক  জাতীয় সংসদ ও রেলমন্ত্রী অবৈধ ক্ষমতার জোরে আমাকে রাজাকারের সন্তান বানিয়েছে, আমার পিতাকে রাজাকার বানিয়েছে। শুধু এটা করেই তিনি খ্যান্ত হননি। এই অবৈধ প্রভাবশালী সংসদ সদস্য তার অবৈধ ক্ষমতা দেখিয়ে আমার চাকরীতে পদোন্নতির বন্ধ করার শত চেষ্টা চালিয়েছে। আমাকে কেউ দমিয়ে রাখতে পারেনি হয়তো আমার সততা আর আমার ডিপার্টমেন্ট আমাকে ভালোবেসে আমার জায়গা ঠিক রেখেছেন। শত মিথ্যা বাঁধার মুখে পড়লেও আমি সামনের দিকে এগিয়ে চলেছি। এত শত মিথ্যা বাঁধা না হলে হয়তো আল্লাহ চাইলে আমি সেনাপ্রধানও হতে পারতাম। এখন আবার মাথায় টনক নড়েছে আমি কেন মাঠে যাচ্ছি সুধি সমাবেশ করছি। আমি তাদের বলতে চাই প্রথম আমার পরিচয় আমি বাংলাদেশের নাগরিক, রাজবাড়ীর সন্তান, রাজবাড়ী-২ আসনের ভোটার আপনাদেরই সন্তান। আমার পরিচয় আছে, আমার গ্রাম আছে, সমাজ আছে, মানুষ আছে, তাহলে কেন আমার এলাকায় আসতে অনুমতি লাগবে।
 তিনি বলেন, আমি কোথাও রাজনীতি বক্তব্য দিচ্ছি না, রাজনীতিও করছি না। কিন্তু একটি মহলের শরীরে এখন চুলকানি শুরু হয়ে গেছে। জানিনা কেন তারা এমন করছে, কিন্তু আমারও তো রাজনীতি করার আছে। সেই অধিকারের জায়গা থেকে যদি রাজনীতি করার ইচ্ছা পোষণ করি সেটাও কি আমার দোষের হবে। দোষের মনে করব না এটি আমার বৈধ অধিকার। অথচ একটি পক্ষ মনে করেছে এই রাজবাড়ী-২ আসন আমাদের কেনা। এখানে কারো মাতব্বারী বা ক্ষমতা থাকবে না, এটা আমরা কিনে নিয়েছি। এমন চিন্তা চেতনা আপনাদের মাথা থেকে ধুয়ে ফেলুন। মানুষ যথেষ্ট সচেতন, ভালো মন্দ বোঝার অধিকার তাদের রয়েছে। আমাদের একটি প্রান্তিক জনকল্যাণমূলক সংগঠন আছে। সেই জনকল্যাণ উপদেষ্টা হিসেবে কাজ করি এখান থেকে এই এলাকার দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করি। তাদের পাশে থাকি, তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য নানাভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখান থেকে কোন লভ্যাংশ নেওয়া হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা পরিশোধ করতে হয়। এ ধরনের কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে করে আসছি তাহলে কেন আমি আমার এলাকায় আসবো না কেন। আমার এলাকায় আসতে কারো অনুমতি লাগবে না। চাকুরীর কারণে আমাকে নিয়মিত আসা হয়নি এখন যেহেতু চাকরি থেকে অবসর সেহেতু এলাকায় থাকবো। অতএব আমি এখন এলাকাতেই আসবো ইনশাল্লাহ।
 তিনি আরো বলেন, কিছু ব্যক্তি তার নিজের খেয়ে আমাকে নিয়ে মাথা ব্যাথা শুরু করেছে। আমি তাদের বলতে চাই আপনি আমার ভাই, আপনি যদি এমপি হন তাহলে আমি আপনার এলাকার মানুষ। আপনি আমার এমপি অতএব কেন আপনি আমাকে প্রতিপক্ষ ভাবছেন বা আমি কেন আপনাকে প্রতিপক্ষ ভাববো। আপনি এমপি হলে আমি বড্ড খুশি হব। আর যদি আমি রাজনীতিতে আসার ইচ্ছাটা পোষণ করি তাহলে হয়তো সেটা আমার ভুল হবে না কারণ রাজনীতি করার অধিকার সবারই আছে। অতএব আমি যদি এমনটা ইচ্ছা পোষণ করি তাহলে আপনারা আমার পাশে থাকবেন শুভাকাঙ্খী হিসেবে আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই এলাকাকে উন্নয়ন করতে চাই, বেকারত্ব দূর করতে চাই, মাদক সন্ত্রাস জুলুম অত্যাচার অবিচার নির্যাতন ক্ষমতার অপব্যবহারসহ সকল ধরনের অপরাধ মুক্ত সমাজ গড়তে চাই।

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফের পেঁয়াজ বীজ বিতরণ
 বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
সর্বশেষ সংবাদ