আগামী ২০শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার জন্য গত ২৯শে নভেম্বর রাতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা এস এম রকিব মেহেদী। এ সময় আলীপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আলীপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনেরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী ২০শে ডিসেম্বর আলীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলীপুর ইউনিয়ন পরিষদ চত্বরের বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।