ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ী জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০২ ১৪:১২:৪৩

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা ডিসেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ফরিদপুর বিএডিসির যুগ্ম-পরিচালক(সার) এস এম ইকরামুল হক, বিএডিসির ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক(বীজ বিপণন) সৈয়দ কামরুল হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জেলা বীজ প্রত্যয়ণ অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
 জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্বার্থ ভৌমিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদুল বারী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শস্য) মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান ও বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি থেকে ৪ হাজার কেজি পেঁয়াজ বীজ ক্রয় করে জেলার কৃষকদের বিনামূল্যে দিয়েছি। কিন্তু ১৫/২০ দিন অতিবাহিত হবার পরও সেই বীজ থেকে চারা গজায়নি। আমরা সরেজমিনে কয়েকটি মাঠ পরিদর্শন করেছি। বীজ থেকে চারা না গজানোর সত্যতা আমরা পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত কমিটিও গঠন করেছি।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রাজবাড়ী জেলা কৃষি নির্ভর জেলা। পেঁয়াজ উৎপাদনে এ জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। জেলায় চলতি মৌসুমে বিএডিসি কর্তৃক বিনামূল্যে ৪ হাজার কেজি পেঁয়াজ বীজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের দিয়েছে। কিন্তু আমরা অভিযোগ পেয়েছি বেশিরভাগ পেঁয়াজ বীজ অঙ্কুরোদগম হয়নি বা চারা গজায়নি। এতে জেলার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে ও পেঁয়াজ উৎপাদনের লক্ষমাত্রাতেও এর প্রভার পড়বে। আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি কারণ পেঁয়াজ রাজবাড়ীর একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। কিভাবে কৃষকদের ক্ষতিপূরণ কিংবা বিষয়টি থেকে কিভাবে ওভারকাম করা যায় সেটি নিয়ে ভাবছি।
 এছাড়াও জেলা প্রশাসক সার ডিলারদেরকে জেলার বাইরে সার পাচার যাতে না হয় সে বিষয়ে হুশিয়ারি দেন।
 উল্লেখ্য, রাজবাড়ী জেলায় ২০২৪-২৫ অর্থবছরে নভেম্বরের প্রথম সপ্তাহে জেলার ৫ উপজেলায় বিনামূল্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারীভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সরবরাহকৃত পেঁয়াজের বীজ (পেঁয়াজের দানা) চাষীদের মাঝে বিতরণ করে। কিন্তু বীজতলায় ২০ দিন অতিবাহিত হওয়ার পরও বীজের অঙ্কুরোদগম হয়নি। এতে জেলায় প্রায় ৪ হাজার পেঁয়াজ চাষী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া যায়। চলতি বছরে জেলায় ৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হলেও নষ্ট বীজের কারণে এ বছর ৭ থেকে ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাজার থেকে উচ্চমূল্যে পেঁয়াজের বীজ ক্রয় ও বীজতলা তৈরির সময় অতিবাহিত হওয়ার কারণে ৭ থেকে ৮ হাজার হেক্টর জমিতে এ বছর আর পেঁয়াজ রোপন সম্ভব নয় বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৫ উপজেলায় রবি প্রণোদনা হিসাবে ৪ হাজার কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। বিএডিসির সরবরাহকৃত এসব বীজ বিতরণ করে জেলা কৃষি বিভাগ। জেলার সদরে ১হাজার, পাংশায় ১হাজার, কালুখালীতে ৮০০, বালিয়াকান্দিতে ১ হাজার ও গোয়ালন্দ উপজেলায় ৪০০ কেজি কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। এসব বীজ ক্রয়ের জন্য কৃষি বিভাগ বিএডিসিকে ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করে। বিনামূল্যে বিতরণকৃত এসব বীজ থেকে প্রায় ৮ হাজার জমিতে পেঁয়াজের আবাদ সম্ভব ছিল বলে জানায় কৃষি বিভাগ।

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ