বিশ্ব এখন হাতে মুঠোয়। ইন্টারনেটের দুনিয়া সবার, এরই আলোকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে প্রয়াত আতিয়ার রহমান ও দৌলতদিয়া মজি ফকিরের বাড়ীর উঠানে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ও গ্রামীণ ফোনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন বয়সের গ্রামীণ নারীদের নিয়ে গ্রামীণ ফোন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল ২রা ডিসেম্বর সকালে উজানচর হাজী গফুর মন্ডল পাড়া প্রয়াত আতিয়ার রহমান ও বিকালে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া মজি ফকিরের বাড়ীর উঠানে প্রথম আলো বন্ধুসভার সদস্য ও দলীয় নেতা সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় ও প্রিয়া রহমানের উপস্থাপনায় উজানচর হাজী গফুর মন্ডল পাড়া এবং দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া এলাকায় গ্রামীণ ইন্টারনেটের ব্যবহার শিখছেন নারীরা। গ্রামীণ ইন্টারনেটের শিখনের ফাঁকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ নারীদের কোন খাবার খেলে শরীরের কি উপকারে আসে এবং নারীদের মাসিক সম্পর্কে আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ সহায়ক হেল্থ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তাসনিম জারা। এরপর গ্রামীণ ইন্টারনেটের প্রথম আলো বন্ধুসভার সদস্যদের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুইজ, খেলা ও ভিডিও দেখে কাগজের মাধ্যমে বাস্তবে ফুল তৈরি করা এবং প্রশ্নোত্তর পর্বের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গ্রামীণ ইন্টারনেটের উঠান বৈঠকে প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, গোয়ালন্দ বন্ধুসভার সদস্য ও উঠান বৈঠক দলের দলনেতা মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ বন্ধুসভার সহ-সভাপতি মইনুল হক মৃধা, সদস্য খন্দকার মেহেদী হাসান, গ্রামীণ ফোনের সহযোগি সংস্থা উইন্ড মিল প্রতিনিধি ও খুলনা জোনের সুপারভাইজার শুভজিৎ পালিত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় গ্রামীণ মহিলাদের অনুষ্ঠিত উঠান বৈঠকে গ্রামীণ ফোন ইন্টারনেট সম্পর্কে ধারণা, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, কাগজ দিয়ে ফুল তৈরি, ঝুড়িতে বল নিক্ষেপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে গ্রামীণ ফোনের সৌজন্য পুরস্কার প্রদান ও নাস্তা বিতরণ করা হয়।
উঠান বৈঠক সম্পর্কে প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান বলেন, গ্রামীণ ফোনের সার্বিক সহযোগিতা ও প্রথম আলোবন্ধু সভার আয়োজনে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়নে গ্রামীণফোন ইন্টারনেট সম্পর্কে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বালিয়াকান্দি, কালুখালী, পাংশা ও রাজবাড়ী সদর উপজেলার উঠান বৈঠক সমাপ্ত করা হয়েছে। আগামীকাল গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা এবং দেবগ্রাম ইউনিয়নের উঠান বৈঠকের মাধ্যমে রাজবাড়ী জেলার কাজ সম্পন্ন হবে।