ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
চট্টগ্রামের আইনজীবি আলিফ হত্যার বিচারের দাবীতে বালিয়াকান্দিতে বিক্ষোভ ও সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০২ ১৪:১৪:২৬

চট্টগ্রামে আইনজীবি এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ২রা ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বেলা ১১টার দিকে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠ থেকে উপজেলা কওমী মাদরাসা উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 
 বিক্ষোভ মিছিল শেষে একই স্থানে উপজেলা কওমী মাদরাসা ও হেফাজত ইসলামীর সভাপতি মাওলানা নুর হুসাইনের সভাপতিত্বে উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইয়াছিন সুলতান, উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মাওলানা নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মেহেদী হাসান, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ও মুফতি মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবি এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি এবং ইসকনের নিষিদ্ধের দাবী জানান।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ